ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী ও বোয়ালখালীতে অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
বাঁশখালী ও বোয়ালখালীতে অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪ ...

চট্টগ্রাম: বাঁশখালী ও বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, মদসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

বুধবার (১৩ নভেম্বর) বিকাল ও রাতে এ অভিযান চালানো হয়।

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পুটখালী ব্রিজ এলাকায় জান্নাত এগ্রো ফার্মের সামনে সড়কে বিকালে পৃথক অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মো. আরিফ (২৮), মোহাম্মদ আইয়ুব (২৪) ও মো. হাসান (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একশ লিটার চোলাই মদ, মদ পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়েছে।

 

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মাদকসহ ৩ জনকে গ্রেপ্তারের পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে বুধবার দিবাগত রাত ৯টার দিকে বোয়ালখালীর কানুনগোপাড়া পোস্ট অফিস সড়কে অভিযান চালিয়ে ৩শ লিটার চোলাই মদসহ নুর বক্স (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

নুর বক্স আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা বাদামতল এলাকার মৃত রহিম উল্লাহ’র ছেলে।

বোয়ালখালী থানার এসআই ফররুখ আহমদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নূর বক্সসহ ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।