ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোকমান খান শেরওয়ানী পুরস্কার পাচ্ছেন সাংবাদিক নাসির ও জোবাইর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
লোকমান খান শেরওয়ানী পুরস্কার পাচ্ছেন সাংবাদিক নাসির ও জোবাইর নাসির উদ্দিন হায়দার ও জোবাইর মনজুর

চট্টগ্রাম: চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০২৩’ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে প্রকাশিত/প্রচারিত শিক্ষা-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক প্রতিবেদনের জন্য এবার পুরস্কার পাচ্ছেন দুই সাংবাদিক।

তাঁরা হলেন দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার ও চ্যানেল টোয়েন্টিফোরের জোবাইর মনজুর।  

গত ৪ মার্চ একাডেমি কর্তৃক গঠিত জুরি বোর্ডের সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কার হিসেবে দেওয়া হবে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা।  

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় মোমিন রোডের চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট- তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তপন কান্তি সরকার। বিশেষ অতিথি থাকবেন ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান।  

এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।