ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বনমোরগ পাচার চক্রের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
বনমোরগ পাচার চক্রের সদস্য আটক ...

চট্টগ্রাম: হাটহাজারীতে অভিযান চালিয়ে আবু সাঈদ নামে বনমোরগ পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

রোববার(৫ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চারিয়া ইউনিয়নের মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে আটক সাঈদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  
 
জানা গেছে, অভিযানে আবু সাঈদকে ৬টি বনমোরগসহ আটক করা হয়।
সে বনমোরগের বাচ্চা প্রতিটি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করে। এছাড়া বড় সাইজের বনমোরগ প্রতিটি সাইজ অনুযায়ী ৪ হাজার  থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। বনমোরগ পাচারের বিষয়টি স্বীকার করায় অভিযুক্ত আবু সাইদকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সকলের সচেতনতা জরুরি। কেননা জীববৈচিত্র্য নষ্ট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এ বিষয়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।