ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি টেবিল টেনিস লিগ শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি টেবিল টেনিস লিগ শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম: জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনিরুদ্ধ বড়ুনা অনি স্মৃতি টেবিল টেনিস লিগ শুরু হচ্ছে বৃহস্পতিবার (৯ মার্চ)

বুধবার (৮ মার্চ) বিকালে সিজেকেএস টেবিল টেনিস কমিটির আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সম্পাদক মো. হারুন রশিদ।

তিনি বলেন, আগামীকার বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমন্যাশিয়ামে এ লিগের উদ্বোধন করা হবে।

এতে প্রধান অতিথি থাকবেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। এ টেবিল টেনিস লিতে ২৯টি ক্লাব অংশগ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি এ কে এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো: হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, শাহজাদা আলম, সাইফুল আলম খাঁন, সাইফুল আলম বাপ্পী, সিজেকেএস টেবিল টেনিস কমিটির যুগ্ম সম্পাদক সনজিব কুমার সেন, সদস্য গাজী লোকমান হাসান চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।