ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়ে পুরস্কার পেলেন ফাহমিদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়ে পুরস্কার পেলেন ফাহমিদ ...

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়ে প্রথম পুরস্কার পেলেন মো. ফাহমিদ। সে নগরের পশ্চিম মাদারবাড়ি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

 

বিদ্যালয়ের প্রায় শতাধিক প্রতিযোগির মধ্যে বঙ্গবন্ধুর মতো হুবহু ৭ মার্চের ভাষণ দিয়েছে সে। ব্যতিক্রমী এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন একই স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র মো. সিদ্দিক।

তৃতীয় স্থাপন অর্জন করেন মো. রবিউল ইসলাম।  

বুধবার (৮ মার্চ) বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নগরের পশ্চিম মাদারবাড়ি সরকারি বালক বিদ্যালয় স্কুল কমিটির সভাপতি ও সদরঘাট থানা আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থগার সম্পাদক আহমেদ কুতুব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আফসার উদ্দিন।  

বক্তব্য দেন- সদরঘাট ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন সরওয়ার, স্কুল পরিচালনা কমিটির সদস্য রাহাত, ২৯ নম্বর ওয়ার্ড যুবকন্টের সাধারণ সম্পাদক হোসেন সিরাজী রাসেল, যুবলীগ নেতা নূরুল আফসার লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান রাব্বানী, ওমর ফারুক ফয়সাল, ওয়ার্ড ছাত্রলীগ নেতা জুবায়ের খান জুরাত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৭ মার্চ উপলক্ষে শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে প্রতিযোগিতার আয়োজন একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এ প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা জানতে পেরেছেন বঙ্গবন্ধু কে এবং তাঁর অর্জনগুলো। বঙ্গবন্ধুর এ একটি ভাষণেই বাংলাদেশ স্বাধীন হওয়ার বীজ বুনে দিয়েছিলেন তাও শিশুদের জানানো গেছে। এ শিশুদের মাঝেই বঙ্গবন্ধুর স্বপ্নকে জাগিয়ে দিতে হবে।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।