ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডাউনহিল চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন রায়হান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
ডাউনহিল চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন রায়হান ...

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার ইসলাপুর পাহাড় এলাকায় ডাউনহিল টিম রকস্লেয়ার্স আয়োজনে চট্টগ্রাম ডাউনহিল চ্যালেঞ্জ-২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ রায়হান।  

শুকবার (১০ মার্চ) দুপুরে চ্যাম্পিয়নের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকাল আটটা থেকে চার ধাপে দেড় কিলোমিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। এ প্রতিযোগিতায় চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার মাউন্টেন বাইক রেসার অংশ নেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চাঁদপুর জেলার মোহাম্মদ রায়হান, দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম জেলার তাহমিদ আহমেদ চৌধুরী ও তৃতীয় হয়েছেন নোয়াখালী জেলার জাহিদ হাসান। এতে ট্র্যাক রেস ফিনিশারদেরও পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দীন বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর্থ-সামাজিকভাবে উন্নয়নের পথে। আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ ও স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলছে সরকার। খেলাধুলা, অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা সবকিছুতে সরকার প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনেরও উন্নয়ন করেছে। দেশের শিশু থেকে শুরু করে যুব সমাজ পর্যন্ত যাতে সবাই খেলাধুলার সুযোগ পায় এবং সাংস্কৃতিক চর্চায় পারদর্শী হয় সে লক্ষ্যে উদ্যোগ নিয়েছিলেন শহীদ শেখ কামাল। এ দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক জগতে তার অবদান অপরিসীম।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেক লীগের সংগঠক ইসমাঈল হোসেন সোহেল ও মাউন্টেন বাইকার আহসান হাবীব।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।