ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহাসড়কে মাটির স্তূপ করায় ২০ হাজার টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
মহাসড়কে মাটির স্তূপ করায় ২০ হাজার টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার  আমানবাজারে মহাসড়কের উপর ঝুঁকিপূর্ণভাবে মাটি স্তূপ করায় কামাল উদ্দিন নামক এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে করা হয়েছে।  

সোমবার(১৩ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী উপজেলার আমানবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম।

তিনি বাংলানিউজকে বলেন, হাটহাজারী মহাসড়কের ২ ফিট ভেতরে মাটি স্তূপ করেন। যা যান ও জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেন। তাকে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।