ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসির ট্যালেন্ট ডেভলপমেন্ট প্রোগ্রাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আইআইইউসির ট্যালেন্ট ডেভলপমেন্ট প্রোগ্রাম ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, যুবকদের সুপ্ত প্রতিভা বিকশিত করে দেশ ও জাতি গঠনে কাজে লাগাতে হবে।
 
আইআইইউসি’র উদ্যোগে ৩ দিনব্যাপী ট্যালেন্ট ডেভলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আন্তর্জাতিকভাবে সুপরিচিত জাতিসংঘের রেজিস্ট্রার্ড এনজিও ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইউথ এর সহযোগিতায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে ১৪-১৬ মার্চ এই প্রোগ্রামের আয়োজন করা হয়।  

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, কুরআন-হাদিসে যুব শক্তিকে কাজে লাগানোর ব্যাপারে ব্যাপক উৎসাহ দেওয়া হয়েছে।

বাংলাদেশের যুব শক্তিকে যদি সঠিকভাবে বিকশিত করা যায় তাহলে যুবকেরা অসাধ্য সাধন করতে পারবে। আইআইইউসির বর্তমান ট্রাস্টি বোর্ড দায়িত্ব নেওয়ার পর আইআইইউসিকে শিক্ষা-গবেষণায় দক্ষিণপূর্ব এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বিশেষ অতিথির বক্তব্য দেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ। তিনি বলেন, যুবকদের শক্তি অনেক। যুবকরাই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এই দেশকে পরিবর্তন করতে যুবকদের এগিয়ে আসতে হবে।  

আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসির প্রো-ভিসি প্রফেসর ড. মছরুরুল মাওলা। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. মোহাম্মদ আব্দুল করিম।  

তিনি বলেন, এদেশের যুবকদের ভেতরে অনেক প্রতিভা লুকায়িত আছে। যুবকদের সুপ্ত প্রতিভার শক্তি অনেক। আমাদেরকে এই শক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশের যুব শক্তিকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে যুবকেরা অসাধ্য সাধন করতে পারবে। নাসায় আমাদের যুবকরা কাজ করছে। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকেই শিক্ষকতা করছে। তিনি কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন,  হযরত আলী (রা.) যৌবনের সময়কে কাজে লাগানোর ব্যাপারে নসিহত করেছেন আর না হয় বৃদ্ধ বয়সে আফসোস করতে হবে।  বাংলাদেশে ৩০% এর বেশি যুবশক্তি যা বিশ্বের অন্য কোথাও নেই। একসময় মুসলিম যুবকেরা গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিলেন। আল ফারাবি, আল বাথানি, ইবনে সিনা, ইবনে বতুতা, ইবনে রুশদ, মুসা আল খাওয়ারিজমি, ওমর খৈয়াম, আবু বকর আল রাজি, জাবির ইবনে হাইয়ান, আল কিন্দির মতো মুসলিম জ্ঞানী-গুণীরা যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়।  

তিনি আরো বলেন, রেটিংয়ে আইআইইউসিকে এগিয়ে আসতে হবে। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা ছিল। এখন ৫০০ সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ঢাবি নেই। রেটিংয়ে সামনের সারিতে আসতে রিসার্চ, মানসম্মত শিক্ষক, কোয়ালিটি অ্যাডুকেশন দিয়ে আইআইইউসি এগিয়ে আসবে।  

প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবীর। এই অধিবেশনে মানবজীবনে সময়ের গুরুত্বের ওপর আলোচনা করেন ইসলামিক স্কলার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। এই অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন আইআইইউসির ফিমেল অ্যাকাডেমিক জোনের চেয়ারম্যান ও বিওটি সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী। আলোচনা করেন আইআইইউসির এমডিপি প্রোগ্রামের ডিরেক্টর মুহাম্মদ আমীন নদভী।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান (কায়সার), ট্রান্সপোর্ট ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মাহী উদ্দিন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন এই প্রোগ্রাম বাস্তবায়ন করছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।