ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেডি প্রকল্পে ওপেন ডে উদযাপন র‍্যাংকস এফসি’র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
রেডি প্রকল্পে ওপেন ডে উদযাপন র‍্যাংকস এফসি’র

চট্টগ্রাম: অভিজাত প্রকল্প ‘র‍্যানকন হোয়াইট ওক’ এবং ‘র‍্যানকন পার্ক ট্যারেসে’র ওপেন ডে উদযাপন করেছে অবাসন প্রতিষ্ঠান র‍্যাংকস এফসি প্রোপার্টিস ।  

শনিবার (১৮ মার্চ) সকালে এই ওপেন ডে’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এতে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (আইএবি) চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ও সিডিএ’র বোর্ড পরিচালক স্থপতি আশিক ইমরান, বিজিএমই’র সহ সভাপতি রকিবুল আলম চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) মোখলেসুর রহমান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক (নিউরোলজি) ডা. তৌহিদুর রহমান, ডেভলপার প্রতিষ্ঠান র‍্যাংকস এফসি’র সিইও তানভীর শাহরিয়ার রিমন, জিএম কনস্ট্রাকশন প্রকৌশলী বিশ্বজিৎ চৌধুরী।

এসময় স্থপতি আশিক ইমরান বলেন, সেটব্যাক মেনে, সিডিএর নিয়মের মধ্যে থেকে যে অত্যাধুনিক এবং চমকপ্রদ ভবন বানানো যায় এটার দৃষ্টান্ত স্থাপন করছে র‍্যাংকস এফসি।

তিনি বলেন, একজন স্থপতি হিসেবে বলছি, তরুণ আর্কিটেক্টদের এই ভবনগুলো পরিদর্শন করা উচিত। শেখা উচিত কি করে সূক্ষ্ম ডিটেইলিং নিশ্চিত করতে হয়।  

বিজিএমই’র রকিবুল আলম বলেন, এই নগরে র‍্যাংকস এফসি ভবন গুলোর পাশ দিয়ে যাওয়ার সময় চোখ আটকে যায়। সবুজ ভবনগুলো এই নগরের সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে।  
অন্যরা এই স্থাপনাগুলো থেকে শিখতে পারে।  

র‍্যাংকস এফসির সিইও তানভীর শাহরিয়ার বলেন, আমরা প্রফিট থেকে প্রসপারিটিকে বেশি গুরুত্ব দিই। বাংলাদেশে গ্রিন ভবন নির্মাণের যে প্রচেষ্টা সেখানে র‍্যানকন পথ দেখাচ্ছে।  

তিনি বলেন, আমাদের ভবনগুলো এনার্জি এফিশিয়েন্ট। প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চত করেই আমরা ভবন ডিজাইন করি। এখানে সৌর বিদ্যুতের বহুল ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পানির অপচয় রোধ, রিসাইক্লিং, রেইন ওয়াটার হার্ভেস্টিং করা হয়েছে। পুরো ভবনের দেয়াল জুড়ে যে ভার্টিকাল গ্রীন তা কার্বন নিঃসরণ কমাবে। ভবনের তাপমাত্রা অন্তত ২ ডিগ্রী কম থাকবে সবসময়। তিনি এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।  

ভবনের বিভিন্ন ফ্লোরে কমিউনিটি এনগেজমেন্টের জন্য রাখা হয়েছে বিভিন্ন রকম লাউঞ্জ। জিম, মাইন্ডফুলনেস জোন, অটোমেটেড রেইন ফরেস্ট, ওয়াটারবডিসহ অত্যাধুনিক সব অনুসঙ্গ।  

উদ্বোধনের পর অতিথিরা ভবনের বিভিন্ন সুবিধাগুলো ঘুরে দেখেন। এরপরই সাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রকল্প দুটো।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।