ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাসপোর্ট-এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
পাসপোর্ট-এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম: রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট-এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরির জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ।  

মঙ্গলবার (২৮ মার্চ ) বিকেলে ঢাকার আগারগাঁও এর পাসপোর্ট অফিসের সামনে বন্ধু টেলিকম নামে একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রাজু শেখ (৩২), মো.মাহমুদুল রিয়াদ (২৪) ও  নয়ন শেখ (২১)।

সিএমপির গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আগারগাঁও এর পাসপোর্ট অফিসের সামনে বন্ধু টেলিকম নামে এক দোকানে অভিযান চালিয়ে এ জালিয়াতি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বছর খানেক ধরে তারা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে আসছে। অভিযানে তাদের কাছে থাকা জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত রোহিঙ্গাদের জন্য ৩টি এনআইডি ও ৫টি জন্মনিবন্ধন সার্টিফিকেট জব্দ করা হয়েছে। এছাড়াও জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।