ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খোলা ইফতার ও নিষিদ্ধ পণ্য বিক্রি: ৫২ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
খোলা ইফতার ও নিষিদ্ধ পণ্য বিক্রি: ৫২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: যথাযথ কর্তৃপ‌ক্ষের অনু‌মোদন না থাকা, ক্রয় রশিদ না রাখা, খোলা অবস্থায় ইফতার সামগ্রী ও নিষিদ্ধ পণ্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযো‌গে ৪টি প্রতিষ্ঠান‌কে ৫২ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।  

পবিত্র রমজান উপলক্ষে বুধবার (২৯ মার্চ) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালকের নি‌র্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় ও  জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

 

নগরের স্টেশন রোড ও আগ্রাবাদ এলাকায় ফলের পাইকারি বাজার ও ইফতা‌রি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠা‌নে বিশেষ তদার‌কি অ‌ভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, আনিছুর রহমান প্রমুখ।  

সিএমপি পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে অভিযানে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রে।

 

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানান সহকারী পরিচালক আনিছুর রহমান।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।