ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১২ হাজার পরিবার পেল শিক্ষা উপমন্ত্রীর ইফতার সামগ্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
১২ হাজার পরিবার পেল শিক্ষা উপমন্ত্রীর ইফতার সামগ্রী  ...

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ১২ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মার্চ) এসব ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শেষ হয়।

প্রথম রমজান থেকে এ পর্যন্ত চট্টগ্রাম-৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের ১২ হাজার পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।  

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে।

সেই নির্দেশনা অনুসারে এই রমজানের উপহার বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধ্যমত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যার নির্দেশে আমরা এসব কাজ করছি তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।  

বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যদের জন্য শিক্ষা উপমন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ৩০ মার্চ, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।