ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জটিল রোগে আক্রান্ত ৯০ রোগীকে জেলা প্রশাসনের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
জটিল রোগে আক্রান্ত ৯০ রোগীকে জেলা প্রশাসনের সহায়তা ...

চট্টগ্রাম: ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৯০ জন রোগীকে আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শনিবার (১ এপ্রিল) সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তাদের মাঝে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত নগরের ৯০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর এ আর্থিক সহায়তা প্রদান করছে।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সমাজসেবাসহ বিভিন্ন খাতে অনেক বেশি উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অসহায়দের মধ্যে বিভিন্ন ভাতার চেক প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।