ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টেরিবাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
টেরিবাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম: নগরের টেরিবাজার ও কেসিদে রোড এলাকার পোশাকের ব্রান্ড শপ ও ইফতারি বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়।

এ সময় পোশাক আমদানির কোনো কাগজপত্র দেখাতে না পারা, ক্রয়-বিক্রয় রশিদ না রাখা, বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা,  নিজেদের মতো মূল‌্য বসিয়ে বিক্রি, বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ইত্যাদি নানা অনিয়মের অভিযোগে ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিসুর রহমান ও রানা দেবনাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিএমপি পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।  

জনস্বার্থে এ কার্যক্রম অব‌্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।