ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫

চট্টগ্রাম: অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ।  

গত বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ মার্চ) নগরের খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা সবাই সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন, আমানুল হক (২৪), সুজন চৌধুরী (২৭), মো. বাপ্পি মিয়া (২৫), মো. রাশেদ (২১) ও মো. হৃদয় ।

 

সিএমপির গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, আব্দুল মতিন নামে এক ব্যক্তিকে নগরের ওয়াসা মোড় থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য মাইক্রোবাস নিয়ে অবস্থান করছিল। মাইক্রোবাসটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। পাশাপাশি অপহরণের শিকার আব্দুল মতিনকে উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।