ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে: নওফেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে: নওফেল ...

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বহুমুখী ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে কাঙ্খিত সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

আগামী দিনগুলোতেও অর্থনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সমন্বিত চেষ্টার বিকল্প নেই।  

শনিবার (১ এপ্রিল) একটি কমিউনিটি সেন্টারে চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষা উপমন্ত্রী বলেন, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম জনকল্যাণে প্রশংসনীয় কাজ করছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।  

এ সময় দলমত নির্বিশেষে সবার মধ্যে এ সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান উপমন্ত্রী।  

চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, জেলা পরিষদ সদস্য আবু আহমেদ চৌধুরী জুনু।  

সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন,  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, ইফতার উপ কমিটির আহবায়ক ও সমিতির সিনিয়র সহ সভাপতি আবদুল মান্নান, উপদেষ্টা চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এম এ গফুর, একরাম হোসেন, যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারী, কবি অভিক ওসমান, প্রফেসর মীর কাশেম চৌধুরী, জিয়াউদ্দিন আদিল, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আযম খান, আবদুল নবী খান, মাহবুবুর রহমান চৌধুরী, ট্রাস্টি সদস্য সালমা আদিল, জামশেদ চৌধুরী, তৃষিত চৌধুরী এফসিএ, আবু ফয়েজ, কার্যকরী পরিষদের সহ সভাপতি মো. হেলাল উদ্দিন চৌধুরী, মো. আরশাদ উল্লাহ, আবদুর রহিম, মো. জামাল উদ্দিন আবদুল আলিম, যুগ্ন সম্পাদক আনম হাসান চৌধুরী, আবু সাইদ মুন্না, সাংগঠিনক সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. নেজামুল হক, শিক্ষা, পাঠাগার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক  বিষয়ক সম্পাদক আফনান ইসলাম,  অর্থ সম্পাদক মো: নুরুদ্দীন চৌধুরী রোমেল, আবদুল্লাহ আল ফারুক চৌধুরী, হামিদুর রহমান পারভেজ, জাহেদুল আলম জাহী, অ্যাডভোকেট ফোরকান খোকন, মলকুতুর রহমান মুনীর, ডা. খাজা মোহাম্মদ হোসেন কাওসার, মো. তাহের উদ্দিন, মো. শওকুতুল আলম, পূরবী দাশ, মো: হারুন আল রশিদ রানা, ফয়েজ আহমেদ টিপু, মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।