ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সমাজসেবাকে শিল্পে পরিণত করতে কাজ করছে রোটারী ক্লাব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
সমাজসেবাকে শিল্পে পরিণত করতে কাজ করছে রোটারী ক্লাব

চট্টগ্রাম: জবাবদিহিতা সাংগঠনিক একাত্মতার মূল ভিত্তি। এ সংক্রান্ত মনোভাব সংগঠকদের পারফরম্যান্স এবং ভালো ফলাফল অর্জনে তাগিদ প্রদান করে।

নেতৃত্বের দক্ষতার মূলেও রয়েছে এটি। যে নেতা নিজেকে জবাবদিহি রাখেন না তিনি অন্যদের নেতৃত্বদানে সমস্যায় পড়বেন-সফল হবেন না।
যে নেতা সংগঠনের কাছে দায়বদ্ধ নন তিনি তার নিজ স্বার্থে কাজ করেন। রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এবং দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অবলম্বন করে নিজেদের অবস্থান শক্ত পোক্ত করেছে। মানবিকতা এবং সমাজসেবাকে শিল্পে পরিণত করার লক্ষ্যে কাজ করছে।

শনিবার (১ এপ্রিল) একটি রেস্টুরেন্টে রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের ৮৮০তম পাক্ষিক সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

ক্লাবের চার্টার প্রেসিডেন্ট সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান, গভর্নর নমিনী ডেজিগনেট ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ক্লাব মেম্বার রোটারিয়ান পিপি এ আর খান, রোটারিয়ান পিপি কর্নেল (অব.) জয়নুর রশীদ, রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান পিপি মো. শহিদুল্লাহ, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান পিপি জয় দেব দাশ, রোটারিয়ান অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালি, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান ডা. মোবাশ্বেরুল আমিন, রোটারিয়ান নিলুফার আজাদ প্রমুখ।

সভায় রমজানে উপলব্ধি ফাউন্ডেশনের প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইফতার প্রদান এবং রাউজানের ১০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গভর্নর ইলেক্ট ইঞ্জিনিয়ার মতিউর রহমান ও গভর্নর নমিনী ডেজিগনেট ডা. মঈনুল ইসলাম মাহমুদ দুইজন নতুন সদস্যকে রোটারি পিন পরিয়ে দেন এবং নতুন সদস্য বৃজেট ডায়েসকে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রত্যেকের পরিবার এবং রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্টের সদস্যরাও উপস্থিত ছিলেন। রোটারিয়ান পিপি রাকিবুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপন এবং রোটারিয়ান পিপি মো. শহিদুল্লাহ এর মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।