ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মূল্য তালিকা না থাকায় গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
মূল্য তালিকা না থাকায় গুনতে হলো জরিমানা 

চট্টগ্রাম: নগরের কর্ণফুলী সিডিএ মার্কেটে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নগরের চৌমুহনী মোড়ের কর্ণফুলী সিডিএ মার্কেটে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

তিনি বাংলানিউজকে বলেন, দোকানে মূল্য তালিকা না থাকায় দুইটি মুদি দোকান ও দুইটি মুরগির দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এবি স্টোর নামের একটি কসমেটিক্সের দোকানে অননুমোদিত প্রসাধনী সামগ্রী পাওয়া যাওয়ায় ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

জনস্বার্থে পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

অভিযানে সিএমপির পুলিশ সদস্য, চট্টগ্রাম জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি ও ক্যাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।