ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুবর্ণ এক্সপ্রেসে কোরিয়ান কোচের ট্রায়াল রান, চট্টগ্রাম থেকে টঙ্গী 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
সুবর্ণ এক্সপ্রেসে কোরিয়ান কোচের ট্রায়াল রান, চট্টগ্রাম থেকে টঙ্গী 

চট্টগ্রাম: কোরিয়া থেকে আমদানি করা নতুন কোচ যুক্ত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে। আসন্ন ঈদুল ফিতরের আগেই নতুন কোচে ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

 

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার টঙ্গীর উদ্দেশ্যে ছেড়ে যায় কোরিয়া থেকে আনা নতুন এসব কোচ। সুবর্ণ ট্রেনে থাকা বর্তমান লাল- সবুজের কোচ দিয়ে একটি স্পেশাল ট্রেন ছেড়ে গেছে।

ট্রায়াল রেকের কোচ রয়েছে ৭ টি শোভন চেয়ার, ৪টি এসি চেয়ার/স্নিগ্ধা, একটি পাওয়ার কার, দুইটি গার্ডব্রেক, খাবার গাড়ি, শোভন চেয়ার। ট্রায়াল রানে পজিটিভ রিপোর্ট আসলে পরবর্তীতে যাত্রী সেবায় যেকোনো রুটে বরাদ্দ হতে পারে।

জানা গেছে, ১৯৯৮ সাল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ২০০৬ সালে সাদা চায়না কোচ যুক্ত হয়। ১৪ বছর পর সুবর্ণ এক্সপ্রেসে কোরিয়ান এসব সাদা কোচ সরিয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা লাল-সবুজের কোচ যুক্ত করা হয় ২০২০ সালের নভেম্বরে। তখন সাদা রঙের পুরনো কোচের বদলে লাল-সবুজের ১৮টি নতুন কোচ সংযোজন করা হয়। এখন এসব কোচ সরিয়ে কোরিয়া থেকে আনা অত্যাধুনিক নতুন কোচ সংযোজন করা হচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাপস কুমার দাস বাংলানিউজকে বলেন, কোরিয়া থেকে আমদানি করা বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাওয়া আধুনিকতার ছোঁয়া সম্বলিত মিটারগেজ কোচের ট্রায়াল রেক। আরামদায়ক সিট, অটোমেটিক স্লাইড ডোর, বায়ো টয়লেট, সিসি ক্যামেরা সহ আরও কিছু নতুন প্রযুক্তি যুক্ত আছে এইসব কোচে। আজ সকালে ১৪/২৮ লোড নিয়ে পাহাড়তলী থেকে টঙ্গী জংশন পর্যন্ত ট্রায়াল রান হচ্ছে। ট্রায়াল রেকের দায়িত্বে হুন্দাই রোটেম লোকোমোটিভ ৩০০৩ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।