ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৪ এপ্রিল) নগরের বাকলিয়া থানার রাজাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

এতে মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, রফিক ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা এবং সূর্য সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্যাহ বাংলানিউজকে জানান, সেমাই কারখানায় অভিযান চালানো হয়।

এতে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করেছে প্রতিষ্ঠানগুলো। তাই তিন প্রতিষ্ঠানকে প্রায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্যান্য সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।  
 
অভিযানে সহযোগীতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।