ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জুতার কারখানায় আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
জুতার কারখানায় আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ...

চট্টগ্রাম: ইপিজেড থানা এলাকায় রং ডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেড নামের জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আব্দুল ওহাব মিয়া বাংলানিউজকে বলেন, ১১টা ১০মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত হই।

পতেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।  

জুতার লেমিনেটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলে যাচ্ছে না।

টিসিবি চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘সকালে টিসিবি ভবনে আমাদের ভাড়াটিয়া প্রতিষ্ঠান ‘রং ডা ইন্টারন্যাশনাল’  এ  আগুন লেগেছে। সেখানে জুতার সোল তৈরি করা হতো। তবে টিসিবির পণ্যের কোনও ক্ষতি হয়নি’।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।