ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সংবিধানের কথা বলে পার পাওয়া যাবে না: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
সংবিধানের কথা বলে পার পাওয়া যাবে না: আমীর খসরু ...

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংবাদিককে তুলে নিয়ে তারা প্রমাণ করেছে, তারা কতো কঠিন সময় পার করছে। সংবিধানের কথা বলে, তারা আরেকবার ভোট করার পাঁয়তারা করছে।

৩৫ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা। এটি কি সংবিধানের লঙ্ঘন নয়।
একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এইবার সংবিধানের কথা বলে পার পাওয়া যাবে না।  

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে নগরের কাজীর দেউরী এলাকার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।  

আমীর খসরু বলেন, ইকোনমিক ফোরামের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মাসে সারাদিনে এক বেলা খেতে পারেনি এমন লোক ২৮ শতাংশ বাংলাদেশে আছে।  

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, এ সরকার দেশকে বসবাসের অযোগ্য করে ফেলেছে। বর্তমানে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এবং মো. আজম খানের পরিচালনায় বক্তব্য দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, দক্ষিণ জেলা বিএনপির এনামুল হক এনাম, মহানগর কৃষকদলের আহ্বায়ক মো. আলমগীর, উত্তর জেলার আহ্বায়ক বদিউল আলম বদরুল ও দক্ষিণ জেলার আহ্বায়ক মহসিন চৌধুরী রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।