চট্টগ্রাম: সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে হাজী বেলাল আহমদ নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাপিতেরচর এলাকায় জিলানী ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বাংলানিউজকে বলেন, জমির উপরিভাগের মাটি কাটার দায়ে জিলানী ব্রিক ফিল্ডের ম্যানেজারকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেই সঙ্গে সর্তক করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা এবং সাতকানিয়া থানার পুলিশের একটি টিম।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
বিই/পিডি/টিসি