ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগকে সুসংগঠিত করতে মঈনুলের ভূমিকা অনস্বীকার্য: বাবর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
ছাত্রলীগকে সুসংগঠিত করতে মঈনুলের ভূমিকা অনস্বীকার্য: বাবর  মঈনুল করিম চৌধুরীর স্মরণসভায় বক্তব্য দেন হেলাল আকবর চৌধুরী বাবর।

চট্টগ্রাম: ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঈনুল করিম স্মৃতি সংসদের  উদ্যেগে স্মরণসভা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এম কুতুবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৪টকয় নগরীর নন্দনকাননে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমইএস  কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস, আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

 

এসময় তিনি বলেন, শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরী ছিলেন সত্যিকারের আদর্শিক ছাত্রনেতা। প্রতিকূল অবস্থায় রাজনীতি করে ছাত্রলীগকে শক্তিশালী করার ক্ষেত্রে মঈনুলের ভূমিকা ছিলো অনস্বীকার্য।

আদর্শিক ছাত্রনেতার মৃত্যু নাই, কর্ম তাকে সবার মাঝে বাঁচিয়ে রাখে। বর্তমান প্রজন্মের কাছে শহীদ মঈনুল করিমের আদর্শ অনুকরণীয়। প্রতিকূল অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে ১৯৯৫ সালে এই দিনে তিনি নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।  

এসময় বক্তব্য দেন শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরীর বড় ভাই রেজাউল করিম চৌধুরী, আওয়ামী লীগ নেতা  সুজিত ঘোষ,  এম এ আউয়াল, আশীষ চক্রবর্তী বাচ্চু,   সাবেক ছাত্রনেতা নাসির উদ্দীন ফাহিম, পংকজ রায়, শিবু প্রসাদ চৌধুরী, মো. ওমর ফারুক, মুমিনুল হক, মোরশেদ আলম, মো. জাহেদ, মো. দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন জিকু, মো. সাব্বির চৌধুরী।  

উপস্থিত ছিলেন আবু তাহের রানা, এহসানুল হক খোকা, সামির সাকিব চৌধুরী, দেলোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, জুবাইদুল ইসলাম আশিক, মো. রুবেল, কাজী ইসমাইল সাকিব, অন্তর হোড়, জাহিদ হাসান সাইমুন, হাসমত খান আতিফ, আবদুল্লাহ আল সাইমুন, আশরাফ উদ্দীন লাভলু, ইয়াছির আরাফত রিকু, রতন চৌধুরী, নিয়াজ উদ্দীন তামিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।