ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোটারী ক্লাব চিটাগাং ইস্ট’র উদ্যোগে শত পরিবারকে আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
রোটারী ক্লাব চিটাগাং ইস্ট’র উদ্যোগে শত পরিবারকে আর্থিক সহায়তা

চট্টগ্রাম: রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট এর উদ্যোগে একশ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  

শনিবার (৮ এপ্রিল) দুপুরে রাউজানের ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগার মিলনায়তনে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।  

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের চার্টার এর প্রেসিডেন্ট সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও রোটারিয়ান শওকত বাঙালির সঞ্চলনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মো. শহিদুল্লাহ, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান নাসিমা আখতার, রোটারিয়ান বৃজেট ডায়েস, স্থানীয় ঈদগাঁ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. শওকত নোমান, সমাজসেবী ঈসা খাঁ, লোকমান হোসেন, মফিজ মেম্বার, নজরুল ইসলাম, সালামত আলী, শওকত আল-আমিন, শওকত হাফেজ, নোমান তালুকি, আজাদ হোসেন, যুবনেতা আরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ক্লাবের ৮৮০ তম সভায় রাউজানে ১’শ পরিবারকে ১ হাজার টাকার ঈদ উপহার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।