ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানি, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
ফেসবুকে ভুয়া আইডি খুলে মানহানি, গ্রেফতার ১ ...

চট্টগ্রাম: নারীর ছবি-তথ্য দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুল মুমিন তুষার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ।  

শনিবার (৮ এপ্রিল) নগরের ডবলমুরিং থানার বেপারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আব্দুল মুমিন তুষার, একই এলাকার মৃত মো.আব্দুল খালেকের ছেলে।  

সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন বাংলানিউজকে বলেন, গত বছরের সেপ্টেম্বরে আসামি আবদুল মুনিম তার পূর্ব পরিচিত এক নারীর তথ্য, ছবি সংগ্রহ ও ব্যবহার করে ফেসবুকে ফেইক আইডি খুলে অশ্লীল পোস্ট দিয়ে মানহানি করেছেন।

পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেলের প্রযুক্তিগত সহায়তায় তুষারকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। এ সময় অপকর্মে  ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুল মুমিন তুষার (২৪) জানায়, ভিকটিম ও অভিযুক্তের পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। এ বিরোধের জেরে ভিকটিম ও ভিকটিমের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে গত সেপ্টেম্বর ২০২২ ভিকটিমের নাম ও ছবি ব্যবহার করে ফেইক ফেসবুক আইডি খুলে বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট দেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।