ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নকল হারপিকের কারখানায় অভিযান, মালিককে কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
নকল হারপিকের কারখানায় অভিযান, মালিককে কারাদণ্ড  ...

চট্টগ্রাম: নকল হারপিক ও ভিম লিকুইডের কারখানায় অভিযান পরিচালনা করে কারখানা মালিক আব্দুর রহমানকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (৯ এপ্রিল) দুপুরের দিকে নগরের বহদ্দারহাটের শামসু কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে বলেন, বহদ্দারহাটের শামসু কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় আব্দুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ বোতল নকল হারপিক, ২০০ বোতল নকল ভিম লিকুইড এবং প্রচুর পরিমাণে রাসায়নিক উপাদান জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুর রহমান ৬ মাস ধরে এসব নকল পণ্য তৈরি করে চট্টগ্রামের  বিভিন্ন এলাকায় সরকারহ করে আসছেন বলে স্বীকার করেন। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তৎক্ষণাত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল০৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।