ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে পাওয়ার প্ল্যান্টে আগুন, কিছু স্থানে সাময়িক বিদ্যুৎ বিপর্যয়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
হাটহাজারীতে পাওয়ার প্ল্যান্টে আগুন, কিছু স্থানে সাময়িক বিদ্যুৎ বিপর্যয়

চট্টগ্রাম: হাটহাজারীতে ১০০ মেগাওয়াট পিকিং প্ল্যান্টের একটি ২৩০ কেবির বৈদ্যুতিক ট্রান্সফরমারে (সিটি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের কয়েকটি স্থান সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

শনিবার (১৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিম।

 

তিনি বাংলানিউজকে বলেন, ট্রান্সফরমারে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড হয়। স্বাভাবিকভাবে বিদ্যুৎ কেন্দ্রে এ ধরণের বৈদ্যুতিক গোলোযোগ হতে পারে। এই কারণে চট্টগ্রামের কিছু কিছু এলাকায় লোডশেডিং হয়। বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। প্রায় ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।