ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আজও ঘরে ফিরেনি তূর্য, উৎকণ্ঠায় পরিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
আজও ঘরে ফিরেনি তূর্য, উৎকণ্ঠায় পরিবার

চট্টগ্রাম: নগরের হাজেরা-তজু কলেজের এইচএসসি পরীক্ষার্থী অনুভব মল্লিক তূর্য। গত বছরের ২৫ অক্টোবর নিখোঁজ হওয়ার পর আজও খোঁজ মিলেনি।

এ নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তূর্যের পরিবার।

সাধারণ ডায়েরি (জিডি) ও পারিবারিক সূত্রে জানা গেছে, নগরের চকবাজারের একটি কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে তূর্য বাকলিয়ার থানাধীন শান্তিনগর ব্যাংক কলোনির বাসা থেকে বের হয়।

বিকেলেও বাসায় না আসায় কোচিং সেন্টারে খোঁজ নিয়ে জানা যায়- সে কোচিংয়ে আসেনি।

এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় তার খোঁজ চালিয়েও সন্ধান পাওয়া যায়নি। রাতে পরের দিন ২৬ অক্টোবর বাবা তপন কান্তি মল্লিক বাদী হয়ে বাকলিয়া থানায় জিডি করেন।  

অনুভব মল্লিক তূর্য সিনিয়র সাংবাদিক স্বপন মল্লিকের ভাইপো। তিনি বাংলানিউজকে বলেন, আমার ভাতিজা বাসা থেকে কোচিংয়ে যাওয়ার জন্য বের হয়। এরপর থেকে বাসায় আর ফিরে আসেনি। রোববার (৬ নভেম্বর) থেকে তার এইচএসসি পরীক্ষার্থী শুরু হবে। কেউ খোঁজ পেয়ে থাকলে ০১৭১১৯৮৯৪২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।