ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই হাজার পরিবারে ঈদ উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
দুই হাজার পরিবারে ঈদ উপহার

চট্টগ্রাম: চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর দেওয়া ঈদ উপহারসামগ্রী পেয়েছে দুই হাজার দুস্থ পরিবার।  

রোববার (১৬ এপ্রিল) কাউন্সিলর পুলক খাস্তগীরের সহযোগিতায় এ উপহার বিতরণ করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় মেয়র বলেন, ঈদের আনন্দ উদযাপনে  অভাবীদের সহায়তার জন্য আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কাউন্সিলর পুলক খাস্তগীরসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশাকরি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর পুলক খাস্তগীর, এএইচএম জিয়াউদ্দিন, আবু মোহাম্মদ আফসার উদ্দিন, অরণী সেন দাশ, সুফি মোহাম্মদ মাসুম, নুর আহম্মদ, প্রবাল চৌধুরী,  অঞ্জন শিকদার, শাওন কানুনগো, বিপ্লব মল্লিক, স্বাক্ষর দাশ, বাবলু দাশ, জুম্মন কবির, শহীদুল ইসলাম, জনি দাশ, মো রাসেল, মো. রশিদ, মো. জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।