চট্টগ্রাম: দারিদ্র্য বিমোচনে ‘কর্জে হাসানা’ শীর্ষক উদ্যোগ গ্রহণ করেছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া স্বনির্ভরতা কল্যাণ ট্রাস্ট। ‘কর্জে হাসানা’এর আওতায় সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী'র পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী’র সার্বিক তত্ত্বাবধানে রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে ৭ জন দরিদ্র্যের মাঝে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও ২০ জন পলিটেকনিক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও ল্যাপটপ বিতরণ করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চট্টগ্রাম এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার পলাশ কুমার বড়ুয়া ও কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দারিদ্র্য বিমোচনে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া স্বনির্ভরতা কল্যাণ ট্রাস্টের ‘কর্জে হাসানা’ উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায়দের আত্মনির্ভরশীল করতে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার এবং ল্যাপটপ বিতরণ করা হয়েছে। যারা এই সহায়তা গ্রহণ করেছেন, তাদেরকে নিজেরা সাবলম্বী হওয়ার পর অন্যদের সাহায্য করার অনুরোধ করা হয়েছে, যা মানবতার সেবা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
বক্তারা বলেন, গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (র.)-এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই উদ্যোগে দরবার শরীফের উন্নত মানসিকতার প্রতিফলন দেখা যায়। পাশাপাশি, শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ কর্মসূচি তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করেছে। এই উদ্যোগগুলো দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার পাশাপাশি একটি মানবিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, দারিদ্র্য বিমোচন এবং মানবিক উন্নয়নে মাইজভাণ্ডার দরবার শরীফের উদ্যোগসমূহ সবসময়ই একটি উদাহরণ হিসেবে কাজ করেছে। আজকের এই ‘কর্জে হাসানা’ কার্যক্রম আমাদের সামগ্রিক উন্নয়ন প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। দরিদ্র্যেদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি আমরা তাদের উদ্বুদ্ধ করছি যেন তারা ভবিষ্যতে আরও অসহায় মানুষকে সহায়তা করেন। এভাবেই আমাদের সমাজে একটি চক্রাকার মানবিক উন্নয়নের ধারা সৃষ্টি হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা এবং স্বনির্ভরতার শিক্ষা দেবে এবং জাতি হিসেবে আমাদের অগ্রগতির পথকে আরও সুদৃঢ় করবে।
এছাড়াও একই দিন শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে কোর্স সমাপনী সনদ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
পিডি/টিসি