ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের নেতাকর্মীরা রাজনীতি থেকে দূরে সরে গেছে: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
আ.লীগের নেতাকর্মীরা রাজনীতি থেকে দূরে সরে গেছে: আমীর খসরু

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অবৈধ সরকার রাজনৈতিকভাবে পরাজিত। ওদের কোনো রাজনৈতিক অবস্থান নাই।

আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। তাদের নেতাকর্মীরা রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে।
তাদের শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া হয়েছে টেন্ডারবাজি, জায়গা দখল, ব্যবসা দখল, দুর্নীতি কীভাবে করতে হয়। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়ে তাদের নিয়ে ভাবছে, আগামী রাষ্ট্র কীভাবে হবে সেটি নিয়ে চিন্তা করছে।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, কতো নির্যাতনের শিকার হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবুও জনগণের পাশে বিএনপি। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে এই সরকার। বাংলাদেশের ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎ ফিরে পাবে কিনা সংশয় কাজ করছে। শুধু দেশের ভেতর নয়, দেশের বাইরেও এটি নিয়ে কথা উঠছে।  

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপশি বিদ্যুতের সীমাহীন লোড়শেডিং শুরু হয়েছে। মানুষ প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যুৎ উৎপাদনে নিয়ে সরকার নিয়মিত জাতির সঙ্গে প্রতিনিয়ত মিথ্যাচার করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের  মানুষের জীবনযাপন খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।  

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জনগনণকে ভয় দেখিয়ে, অবৈধভাবে রাতে ভোট করে ১৪ বছর ক্ষমতায় আছেন। আগামীতে একদলীয়ভাবে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।  

বিশেষ অতিথির বক্তব্যে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এস এম ফজলুল হক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া ও আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু প্রমুখ ।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।