ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
‘নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়’ ...

চট্টগ্রাম: ঊষা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে সমাজ ও রাষ্ট্রের সমৃদ্ধিতে নারীর ভুমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নগরের জালালাবাদ ওয়ার্ডের একটি কনভেনশন সেন্টারে সংগঠনের সভানেত্রী শাহানা আক্তার শিলা সভাপতিত্বে ও কান্তা ইসলাম মিনুর পরিচালনায় এ কর্মশালায় অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলার আনজুমান আরা।

আলোচনায় অংশ নেন সাংগঠনিক সম্পাদিকা আফরোজা সুলতানা পুর্ণিমা, রেখা চৌধুরী, রোখসানা আক্তার, মিতু আক্তার, সানু বেগম, ফাতেমা বেগম, রুচি বেগম প্রমুখ।

এই কর্মশালায় চট্টগ্রাম শহরের ১২০ জন ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার প্রশংসনীয় পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। ঘর ও কর্মক্ষেত্রে নারীরা তার দক্ষতা দেখাচ্ছে। ঊষা নারী উদ্যোক্তা সৃষ্টির জন্যে কম্পিউটার, সেলাই, বিউনিশিয়ানদের জন্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এছাড়া এই সংগঠন নারী নির্যাতন রোধ, পারিবারিক সহিংসতা রোধ, বাল্য বিবাহ বন্ধ, আইনি সহায়তা প্রদান শিক্ষা, স্বাস্থ্য, নারীদের ন্যায্য অধিকার আদায়, বয়স্ক অসহায় নারীদের পুর্নবাসনের মতো কর্মসুচি নিয়ে কাজ করবে।  

কর্মশালা শেষে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।