ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
আ.লীগের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান  ...

চট্টগ্রাম: অর্থাভাবে কারো যাতে ঈদ আনন্দ ব্যাহত না হয় সেই লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।  

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে নগরের চাক্তাই ভাঙ্গাপোল চত্বরে চাক্তাই ইউনিট আওয়ামী লীগের ব্যবস্থাপনায় ঈদ বস্ত্র বিতরণে তিনি এই আহ্বান জানান।

 

আ জ ম নাছির উদ্দীন বলেন, ধনীর অর্থ বিত্তে গরীবের হক রয়েছে। পবিত্র রমজানের সিয়াম সাধনায় ধনী গরীবের বৈষম্য দূর হয়ে সবাই হাসিখুশিতে ঈদের আনন্দ ভাগাভাগি করবো।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হচ্ছে।  

চাক্তাই ইউনিট আওয়ামী লীগের সভাপতি মীর আহমেদ সওদাগরের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্সিরহাট ওয়ার্ড আওমামী লীগ সাবেক সভাপতি এস এম হারুনুর রশীদ সওদাগর, দীপঙ্কর চৌধুরী কাজল, লিটন রায় চৌধুরী, শান্ত দাশ গুপ্ত, ধীমান দাশ গুপ্ত, প্রশান্ত ভট্রাচার্য, আজিজুল ইসলাম, আবু বক্কর, ওমর মিয়া সর্দার, দোলন দাশ গুপ্ত, ইউনুছ চৌধুরী, ওমর ফারুক বাবুল, শামশুল আলম, আবদুল মতিন, ইউনুছ তালুকদার, তপন চৌধুরী মিঠু, রাজু চৌধুরী, উত্তম নাগ, বেলাল হোসেন, মো. ইসমাইল চৌধুরী, এসএম মামুনুর রশিদ, আহসান খালেদ পারভেজ, নুরুল্লাহ ভুলু, এসএম মোরশেদুর রশিদ ও সোহেব চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।