ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ জ ম নাছিরের ঈদ উপহার পেলেন অসহায় মানুষ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
আ জ ম নাছিরের ঈদ উপহার পেলেন অসহায় মানুষ ...

চট্টগ্রাম: ঈদ উপলক্ষে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের ঈদ উপহার পেলেন পাঁচ শতাধিক অসহায় মানুষ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ফতেপুর এলাকার উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম জনি আ জ ম নাছিরের পক্ষে এ সহায়তা প্রদান করেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম জনি বলেন, সরকার শুধু নয়, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে থাকা।

তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে নিম্ন আয়ের মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ প্রতিবছর এ উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।