ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘আওয়ামীলীগ রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চায়’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
‘আওয়ামীলীগ রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চায়’ ...

চট্টগ্রাম: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চায়। তারা দেশকে গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়ণের মহাক্ষেত্রে পরিণত করেছে।

গত ১৫ বছরে যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সবগুলোর সাথে শাসক দলের সংশ্লিষ্টতা আজ প্রমাণিত। বিরোধী দল-মতের মুখ বন্ধ করতেই তাদের এসব কর্মকাণ্ড।
প্রতিটি অপরাধের বিচার এদেশেই হবে।
 
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সীতাকুণ্ডে মরহুম যুবদল নেতা আরিফুল ইসলামের পিতা ও মরহুম যুবদল নেতা আব্দুস সালামের স্ত্রীর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ উপহার (নগদ অর্থ) প্রদানের সময় তিনি এসব কথা বলেন।  

এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, সহ-সভাপতি মুহাম্মদ ইসমাইল, সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিম, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল ও সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।