ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহিলা কলেজে নতুন ভবন উদ্বোধন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
মহিলা কলেজে নতুন ভবন উদ্বোধন  ...

চট্টগ্রাম: মহিলা কলেজ চট্টগ্রামে শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত নতুন ভবন ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির দেওয়া নতুন গাড়ি উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান।  

উপস্থিত ছিলেন মহিলা কলেজ চট্টগ্রামের গভর্নিং বডির সদস্য ড. এএফএম আওরঙ্গজেব, অ্যাডভোকেট মুজিবুল হক, দৈনিক আজাদীর সিনিয়র সহযোগী সম্পাদক রাশেদ রউফ, রাজনীতিবিদ রাশেদ মনোয়ার, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম উল্ল্যাহ বাচ্চু, সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর।

সভাপতিত্ব করেন মহিলা কলেজ চট্টগ্রামের কলেজ গভর্নিং বডির সভাপতি, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। প্রধান অতিথি ভবন ও সভাপতির দেওয়া গাড়ি উদ্বোধন করেন।  

এ সময় তিনি কারিগরি শিক্ষার ওপর জোর দিতে বলেন।  

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহিলা কলেজ চট্টগ্রামের বাংলা বিভাগের অধ্যাপক তাসকিয়াতুন-নুর তানিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সোহানা শরমিন তালুকদার।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।