ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুর্দিনে বিশ্বস্ত ঠিকানা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা: নওফেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
দুর্দিনে বিশ্বস্ত ঠিকানা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা: নওফেল ...

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ব্যরিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘চরম দুর্যোগ এবং জনগণের দুর্দিনে আমাদের বিশ্বস্ত ঠিকানা হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। করোনার সময় তিনি দেশের মানুষকে যে সহযোগিতা করেছেন তা এদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) নগরের লেডিস ক্লাব মিলনায়তনে জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর লালখান বাজার ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, দুঃসহ গরমে কয়েকটি স্থানে পর পর আগুন লাগার ঘটনাগুলো আমরা খতিয়ে দেখছি।

যারা এসময়ে সর্বস্বান্ত হয়ে গেছে তাদেরকে এই ঈদের সময়ে প্রধানমন্ত্রী নগদ সহযোগিতা করেছেন। তিনি জনগণের বিপদে পাশে থাকেন। আবার দেশের উন্নয়নও করছেন। যারা আগুন লাগার ঘটনায় মায়াকান্না করেছেন তাদেরকে জনগণের বিপদে এগিয়ে আসতে দেখা যায়নি।

আলোচনা শেষে নিম্ন আয়ের মানুষের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি-পাঞ্জাবি তুলে দেন শিক্ষা উপমন্ত্রী।

স্থানীয় কাউন্সিলর আবুল হাসনাত বেলালের  সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ মাহমুদ।

এ সমসয় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সিদ্দিক আহম্মেদ, আমজাদ হোসেন হাজারী, সুরথ কুমার চৌধুরী, আন্জুমান আরা, শওকত হোসেন, নেসার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, হোসেন সরওয়ার্দী, হাজী বেলাল, মোর্শেদ কুতুবী, শফিকুল আলম চৌধুরী, আব্দুল কাদের বাবু, মনির হোসেন টিটু, মিজানুর রহমান, তপন সিংহ, বিস্বজিৎ চৌধুরী বিষু, আশিষ শর্মা, শাহিন আহম্মেদ, শহিদুল আলম, আশরাফুল আলম টিপু, মো. নুরুজ্জামান, আলমগীর হোসেন, নাজমুল হাসান রুমি, বাবুল দাশ বাবলু, আমিনুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন সুমন, আলী হাসান, আমজাদ হোসেন, মো. আল আমিন, সালাউদ্দিন লাভলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল২০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।