ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় দগ্ধ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
রাঙ্গুনিয়ায় দগ্ধ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় দগ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের মৃত্যু হয়েছে।

তার নাম রনি চৌধুরী (৩৫)।

তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী তুলসীপাড়া গ্রামের অজিত চৌধুরীর ছেলে। তাঁর স্ত্রী ও এক কন্যা রয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে গ্রামের বাড়িতে  এ ঘটনা ঘটে। বিকাল তিনটার দিকে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. জামাল শাহ বলেন, রনি চৌধুরী মানসিক রোগে ভুগছিলেন। পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করার পর তিনি বাথরুমে ঢুকে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে জেনেছি।

রাঙ্গুনিয়া থানার এসআই প্রদীপ কুমার মজুমদার জানান, ওই ব্যক্তি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার (২৩ এপ্রিল) চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।