ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় ডুবে কিশোরের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
হালদায় ডুবে কিশোরের মৃত্যু  ...

চট্টগ্রাম: রাউজানে হালদা নদীতে ডুবে রাহুল জলদাস (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, রাহুল বাকপ্রতিবন্ধী ছিল। সে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের জেলেপাড়ার সাধন জলদাসের ছেলে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বাংলানিউজকে বলেন, হালদা নদীর আজিমের ঘাটে গোসল করতে যায় রাহুল। একপর্যায়ে নদীতে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে নদীতে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ৯৯৯-এ ফোন দেন। এরপর রাউজান ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান। তারা উদ্ধার করতে না পারায় নগরের আগ্রাবাদ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।  

সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে রাহুলকে নোয়াপাড়া পথেরহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।