ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুদকের মামলায় চসিক কর্মকর্তার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
দুদকের মামলায় চসিক কর্মকর্তার কারাদণ্ড ছবি প্রতীকী

চট্টগ্রাম: ঘুষের টাকাসহ গ্রেফতার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উপ-কর কর্মকর্তা (বরখাস্ত) আলী আকবরকে সাড়ে চার বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

রোববার (৩০ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন।

 

আলী আকবর, পটিয়ার উপজেলার বাদশা মিয়ার ছেলে।  

মামলার নথি থেকে জানা যায়, নগরের চান্দগাঁও থানার রুপালি আবাসিক এলাকার বাসিন্দা রাজা মিয়ার তত্ত্বাবধায়কের কাছে হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তন ও কর পুনর্নির্ধারণের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন চসিকের রাজস্ব সার্কেল-২ এর ভারপ্রাপ্ত কর কর্মকর্তা আলী আকবর।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক জামাল উদ্দিন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এর পরদিন দুদকের একটি দল ফাঁদ পেতে ঘুষের ২০ হাজার টাকাসহ আলী আকবরকে গ্রেফতার করেন। এই ঘটনায় নগরের চান্দগাঁও থানায় মামলা করেন দুদক চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান। তদন্ত শেষে একই বছরের ৩০ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিচালক জাফর আহমেদ। ২০১৮ সালের ১১ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালতে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।  

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমদ বাংলানিউজকে বলেন, ঘুষের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চসিকের উপ-কর কর্মকর্তা আসামি আলী আকবরকে দণ্ডবিধির ১৬১ ধারায় ২ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড এবং ১৯৪৭ সনের দুই নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।