ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিল ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেট 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিল ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেট  ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ।  

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে চালানটি জব্দ করা হয়।

 

এ ঘটনায় রিপন বড়ুয়া (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারপাড়া এলাকার বাসিন্দা।

তার বাবার নাম রণজিত বড়ুয়া।

পুলিশ জানিয়েছে, সিগারেটগুলো অবৈধ প্রক্রিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। আটক রণজিত সিগারেটের চালানটি নিয়ে বান্দরবান থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। একটি যাত্রীবাহী বাসযোগে তিনি শাহ আমানত সেতু এলাকায় পৌঁছে গাড়ি থেকে নেমে যান। এরপর রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার পথে বাকলিয়া থানা পুলিশের একটি টিম তাকে সিগারেটসহ আটক করে।  

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, অবৈধ সিগারেটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।