ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাজাখালী বস্তিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মে ১, ২০২৩
রাজাখালী বস্তিতে আগুন ...

চট্টগ্রাম: বাকলিয়া থানাধীন রাজাখালীর তুলাতলি বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশকিছু কাঁচা ঘর। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, লামার বাজার ও নন্দনকানন  স্টেশনের ৭টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷ আগুনে ২০টি ঘর পুড়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে জানা  যাবে।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ০১, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।