ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় রাতভর অভিযান, ৫ হাজার মিটার জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ১, ২০২৩
হালদায় রাতভর অভিযান, ৫ হাজার মিটার জাল জব্দ ...

চট্টগ্রাম: হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (০১ মে) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে হালদা নদীর হাটহাজারী ও রাউজান এলাকা থেকে ৯টি জাল জব্দ করা হয়।  

জানা গেছে, হালদায় প্রজনন মৌসুমকে সামনে রেখে গত কয়েকদিন ধরে মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।

এ সুযোগ কাজে লাগাতে চায় অসাধুরা। গোপন তথ্যের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলমের নেতৃত্বে একটি টিম রাতে হাটহাজারীর গড়দুয়ারা এলাকায় অভিযান শুরু করে। পরে মেখল, ছিপাতলী ও গুমানমর্দ্দন ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করেন আইডিএফ মৎস্য কর্মকর্তা ফয়েজ রাব্বানী, মেখল ইউনিয়ন পরিষদ সদস্য মো. মামুন ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীরা।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, হালদায় ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেণু উৎপানের পরিমাণ বাড়বে। এ বিষয়ে হালদা পাড়ের সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মে ০১, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।