ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মারামারিতে জড়ালো রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ১, ২০২৩
মারামারিতে জড়ালো রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষ ...

চট্টগ্রাম: মে দিবসের অনুষ্ঠানে গিয়ে মারামারিতে জড়িয়েছে রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষ। এসময় মিজান (৩০) নামের একজনকে ছুরিকাঘাত করা হয়।

তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সোমবার (১ মে) বেলা ১১টার দিকে নতুন রেলওয়ে স্টেশনে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

 

আহত মিজান সদরঘাট থানাধীন কামাল গেট পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা।

তার সহকর্মী মো. সোহেল বাংলানিউজকে জানান, মে দিবস উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগের অনুষ্ঠান চলছিল। এসময় আজমল ও অলিউল্লাহ নামে দুইজনের নেতৃত্ব কয়েকজন বহিরাগত এসে অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে মিজান আহত হয়। কি কারণে এ হামলা, আমরা কিছুই বুঝতে পারছি না।

জানা গেছে, সিরাজ গ্রুপ এবং অলিউল্লাহ সুমন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মতোবিরোধ চলছিল। মে দিবস উপলক্ষে দুই গ্রুপই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। নতুন রেল স্টেশনে সিরাজ গ্রুপের আয়োজনে অনুষ্ঠান চলাকালীন সময়ে পাশ দিয়ে মিছিল নিয়ে যায় অলিউল্লাহ সুমন গ্রুপ। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলে বিবাদে জড়ায় তারা।  

রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে মারামারি বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বাংলানিউজকে জানান, শ্রমিকদের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। দুই-তিনজন আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি।  

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চীফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান বাংলানিউজকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে ছুরিকাঘাতে আহত মিজান চমেক হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মে ০১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।