ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিএপি ফার্টিলাইজারে শ্রমিকদের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ২, ২০২৩
ডিএপি ফার্টিলাইজারে শ্রমিকদের বিক্ষোভ  ...

চট্টগ্রাম: কর্মচারীদের ৩৫তম ও ১১৭তম সভায় নিয়োগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) কর্মরত ক্যাজুয়াল শ্রমিকরা। এ সময় আউট সোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে বেতন কাঠামো নির্ধারণ বন্ধের দাবিও জানান তারা।

মঙ্গলবার (২ মে) সকালে আনোয়ারা উপজেলার ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মূল ফটকে শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

শ্রমিকরা বলেন, ডিএপি ফার্টিলাইজার কারখানায় কমিশন গঠন হওয়ার শুরু থেকে নিয়োজিত ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারীরা কাজ করে আসছে।

একটি চক্র আউট সোর্সিংয়ের নামে সেবা খাত প্রতিষ্ঠানের একটি নীতিমালা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে।  

তারা আরও বলেন, ৩৫তম ও ১১৭তম বোর্ড সভায় ১৯৬ জন ক্যাজুয়াল কর্মচারীদের দৈনিক ভিত্তিতে নিয়োগ বাস্তবায়ন প্রতিবেদন কার্যকরী করার জন্য ও আউট সোর্সিং প্রক্রিয়ার কাঠামো নির্ধারণ বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।