ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বুদ্ধ পূর্ণিমায় মাহতাব ও নাছিরের শুভেচ্ছা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মে ২, ২০২৩
বুদ্ধ পূর্ণিমায় মাহতাব ও নাছিরের শুভেচ্ছা  মাহতাব উদ্দিন চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: মহামানব গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমাকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (২ মে) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে শুভেচ্ছাবার্তা দেওয়া হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, এদিন সিদ্ধার্থ গৌতম জন্মলাভ, বুদ্ধত্ব লাভ ও মহানপরিনির্বাণ লাভ করেন। তাই গৌতম বুদ্ধ শান্তি-সম্প্রীতি ও সাম্যের প্রতীক।

আমরা মনে করি এই সম্প্রীতি সাম্য বাংলাদেশে চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ০২, ২০২২ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।