চট্টগ্রাম: ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সেলিমের বিরুদ্ধে চারটি মামলা চট্টগ্রামের বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, পাওনা অর্থ ফেরত দিতে ২০২২ সালের ৩০ অক্টোবর ব্যবসায়ী সেলিম একটি ১০ লাখ টাকার চেক দেন।
অভিযুক্ত ব্যবসায়ী মোহাম্মদ সেলিমকে ফোন করলেও ফোন ধরেননি।
বাদীর আইনজীবী হাবিব উল্লাহ বায়েজিদ বলেন, পাওনাদারদের অর্থ নগদে ফেরত না দিয়ে চেক দেন মোহাম্মদ সেলিম। কিন্ত ব্যাংক হিসাবে অর্থ না থাকায় চেক ডিজঅনার হয়। তারপর তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় সেলিমের বিরুদ্ধে সমন জারি করলেও আদালতে উপস্থিত হননি। গত ২৪ এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দে এর আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।
শওকত আলীর পৃথক ১০ লাখ টাকা আদায়ে সেলিমের বিরুদ্ধে চেক প্রতারণার আরেকটি মামলা করেন আদালতে। এ ছাড়া ফেনী সদরের ধনিয়া পাড়ার আতাউল হক মিয়া বাড়ির বাসিন্দা মো. আশরাফুল হকও ১০ লাখ টাকা আদায়ে সেলিমের বিরুদ্ধে একটি চেক প্রতারণা মামলা এবং নগরের সিঅ্যান্ডবি কলোনি এলাকার বাসিন্দা শেখ মুজিবুর রহমান বাদী হয়ে ১০ লাখ টাকা আদায়ে একটি চেক প্রতারণা মামলা করেন তার বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ০২, ২০২২
এমআই/টিসি