চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী। এছাড়াও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামে ১ লাখ ৪৯ হাজার ৫৮৯ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ৪৭ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ১ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা কেন্দ্রের বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া জিএমসি ইনিস্টিটিউশনের তিন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ০৩, ২০২৩
বিই/পিডি/টিসি