ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে আগুনে পুড়লো ২৫ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ৪, ২০২৩
মীরসরাইয়ে আগুনে পুড়লো ২৫ দোকান ...

চট্টগ্রাম: মীরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে। বুধবার (৩ মে) মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আগুনে আসবাব তৈরির কারখানা, কাঠের গুদাম, ডিমের আড়ত, ওয়ার্কশপ, টেইলার্সসহ ২৫টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে ছোট-বড় ২৫টি দোকান পুড়ে যায়।

এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি দোকানে ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ০৪, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।